ঢালাও মামলা’ দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বের হতে হবে: আসিফ নজরুল

 

 

 

নিজস্ব প্রতিবেদক

 

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ ছিল অন্তবর্তী সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের জন্য ম্যাসেজ। তাই বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘অন্তবর্তী সরকার দক্ষ ও সৎ প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে বিচার বিভাগে একটি ম্যাসেজ দিয়েছে। কী ধরনের বিচার বিভাগ তারা চাইছেন। আপনারা দেখবেন, আগের প্রধান বিচারপতি সঙ্গে বর্তমানের পার্থক্য। একজন প্রধান বিচারপতি যদি জঘন্য পুলিশ থেকে সোনার তলোয়ার উপহার নেন, ছাত্র জনতার আন্দোলন দমানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণলয়কে নির্দেশ দেন, ছাত্র-জনতার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাহলে সাধারণ মানুষের আস্থা কীভাবে থাকবে?’

আসিফ নজরুল বলেন, ‘এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষ ন্যায়বিচার পায়। গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি, এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে, অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের বিগত ফ্যাসিবাদী সরকার এক হাজার মানুষকে হত্যা করেছে। ২২ হাজার আহত ও হাজার হাজার মানুষকে পঙ্গু বানিয়েছে। ১০ লাখ গায়েবি মামলা করেছে। মিথ্যা মামলায় কেউ হয়রানি যেন না হয়।’

বিচারকদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, ‘আপনি নিজের বিবেকের সঙ্গে কথা বলেন, আপনার নিজের প্রতি অবিচার হলে যে কষ্ট পেতেন, সেটি মনে রাখবেন।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.