টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাইরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষ ঘটে।

সাদ পন্থী অনুসারীরা বলেন, ২০ ডিসেম্বর জোড় ইজতেমায় তাবলীগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে আসি। সেখানে বাধার সম্মুখীন হই। সুরায়ে নেজাম টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেওয়া হয়নি। জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়।

একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে সুরায়ে নেজাম। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.