৮শ’ পরিবার পেল কেঁওচিয়া সমিতির উপহার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক:

কেঁওচিয়া সমিতির উদ্যোগে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) দিনব্যাপী সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে ৮শ’ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দেশে দ্বিতীয় দফার করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করে পবিত্র এ রমজানে কেঁওচিয়া সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া সমিতির আহবায়ক অধ্যাপক এহেছানুল মৌলা, যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম, মফিজুর রহমান, মোবারক হোসেন সুমন, জাহাঙ্গীর, ইকবাল, ওসমান গণি, সদস্য সচিব আবু ছালেহ শান, যুগ্ম সচিব সুলাইমান বাবুল, সদস্য রুবেল, মিশু, জাহেদ, মিশকাত, সালাহউদ্দিন প্রমুখ।

আগামীতেও কেঁওচিয়াবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কেঁওচিয়া সমিতির নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.