অসুস্থ বিএনপি নেতা হাজী রফিকুল আলমকে দেখতে গেলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী
অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট শিল্পপতি হাজী রফিকুল আলমকে দেখতে গেলেন চট্টগ্রাম ১৫ আসন (সাতকানিয়া -লোহাগাড়া) এর সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
৬ আগস্ট (বুধবার) রাতে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সাতকানিয়ার বিএনপি নেতা শিল্পপতি হাজি রফিকুল আলমকে দেখতে যান সাতকানিয়া লোহাগাড়া থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
উল্লেখ্য :৫ই আগষ্ট সাতকানিয়ায় বিএনপির কেন্দ্র ঘোষিত দলীয় প্রোগ্রাম শেষে হঠাৎ অসুস্থ বোধ করেন বিএনপি নেতা হাজী রফিকুল আলম, এর পর থেকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাজী রফিকুল আলম সাতকানিয়া কেরানী হাটে অবস্থিত সিটিসেন্টারের মালিক এবং চট্টগ্রাম শহরের নন্দনকানন পুলিশ প্লাজার অন্যতম স্বপ্নদ্রষ্টা।
তিনি সাতকানিয়া পৌরসভা থেকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীও ছিলেন।