সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় যানজট নিরসন, খাবারের হোটেল, বেকারি ও হাসপাতালে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার কেরানিহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ডাস্টবিনের পাশে রান্না স্থাপন, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে আল মদিনা রেস্টুরেন্টকে ২০’হাজার, নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত, উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আল মদিনা বেকারিকে ১৫ হাজার, প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট না থাকায় হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নোংরা পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।
এছাড়া কেরানীহাটের এলাকার যানজট নিরসনে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে ওঠা হকারদের সরিয়ে দিয়ে ভবিষ্যতে রাস্তার জায়গায় বসলে জরিমানা করার ব্যাপারে হুঁশিয়ার করা হয়।