নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে: বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন
বিএনপি ক্ষমতায় আসলেও অনেক কঠিন পথ মোকাবিলা করা লাগবে -
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই। আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে।’ আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জুলাই আসাদুজ্জামান রিপন গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, ‘লোভের কারণে ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভালো লোককে রাজনীতিতে দেখতে চায় মানুষ। ভয়ের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার পরিণতি অনিবার্য ছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘১ বছর বেশি সময় হয়ে গেছে, আরও আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল। যার কারণে দেশ অবনতির দিকে যাচ্ছে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চললে ভবিষ্যৎ নেই। হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনমনে বিশাল পরিবর্তন এসেছে। যেসব ব্যক্তি ও রাজনৈতিক দল জনগণের প্রত্যাশা ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমানে কেউ বিনিয়োগ করছে না। নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’