পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় র্যাব-৭ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-৭, চান্দগাঁও ক্যাম্পের সিপিসি-৩ এর এসআই (নিঃ) মুজিবুল হক সাগরের নেতৃত্বে উপজেলার গৈড়লার টেক এলাকায় হাজী নুর সুপার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মহিউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মহিউদ্দিনের বাড়ি ঠেংখালী আজমহল ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প নং-১৬, উখিয়া, কক্সবাজার। তার পিতা মৃত সৈয়দ আলম এবং মাতা মৃত রেহেনা বেগম।
এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান জানিয়েছেন, র্যাব-৭ এক রোহিঙ্গা যুবককে গাজা সহ থানায় হস্তান্তর করেছে। আমরা তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়।