পটিয়ায় গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজা কেটে ডাকাতি

 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রাম পটিয়ায় গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে দরজা কেটে ডাকাতির ঘটনা ঘটেছে একটি ঘরে।
রবিবার রাত আনুমানিক ১ টা থেকে ৪ টার মধ্যে পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল ইসলামের বাড়ির ৃমত আবদুল মোনাফের ছেলে মো: সেখান্দরের ঘরে এঘটনা ঘটে।

পরিবারের মালিক ভুক্তভোগী মো: সেখান্দর জানান,শনিবার বিকেল ৫ টার দিকে আমি পরিবার পরিজন নিয়ে কক্সবাজার এক আত্নীয় বাড়িতে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। রাত আড়াই টার সময় পরিবার রেখে কক্সবাজার হতে পটিয়ায় আসার জন্য রওনা দিয়ে রবিবার ভোরে পটিয়া পৌছে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ঘরে ডুকার সময় দরজা আংশিক খোলা দেখতে পেয়ে আতঙ্কিত হই। ঘরের ভিতরে ডুকে সব কিছু তছনছ দেখতে পেয়ে ডাকাতির বিষয়টি জানতে পারে। এসময় ৩ টি আলমারি, ১ টি ড্রেসিং টেবিল ভেঙ্গে মূল্যবান কাপড়চোপড়, কসমেটিক,নগদ ৯০০০ হাজার টাকা,সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এতে সর্বমোট আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকা মূল্যমানের সম্পদ লুট হয় বলে তিনি জানান।এঘটনায় আশেপাশের কেউ জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।
এই রিপোর্ট লেখা এপর্যন্ত পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা কেন অভিযোগ পায়নি বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.