শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সনেট

 

আ ন ম সেলিম, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ঠিক আগ মুহূর্তে স্বতন্ত্র প্যানেল থেকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সনেট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আজ (১৪ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তৌফিকের প্রতি সমর্থন জানান।

সনেট বলেন, “চাকসু নির্বাচনে পরিবর্তন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি তৌফিক ভাইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

এ ঘটনায় নির্বাচনের শেষ সময়ে প্রার্থিতা ও ভোটের সমীকরণে নতুন আলোচনা শুরু হয়েছে ক্যাম্পাসে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.