পটিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, র‍্যাবের অভিযানে আটক ৫

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুটি মাইক্রোবাস জব্দ ও পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রবিবার ভোরে রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা এলাকার কাদের ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবা বহনকারী দুটি মাইক্রোবাস আসছে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। সন্দেহজনক গাড়ি দুটি থামিয়ে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২ লক্ষ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,লক্ষীপুরের মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪১),কুমিল্লার মোঃ মাঈন উদ্দিন (৩০), জামালপুরের মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯), এবং চট্টগ্রামের পটিয়ার মোঃ রাশেদুল আলম (৩৮) ও মোঃ জসিম উদ্দিন (৪১)।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, আসামিদের মাদকদ্রব্য আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.