বাংলা ট্রিবিউন রিপোর্ট
রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যকর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে সুজিত রঞ্জন সরকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির শংকরের প্রধান সড়কে মশাল মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিলটি শংকর ছায়ানটের সামনে থেকে আবাহনী মাঠের দিকে যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া যায়। এসময় সুজিত রঞ্জন সরকার নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, রাত পৌনে ৮টার দিকে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী দুই-তিন মিনিট একটি মিছিল করে। এসময় ঘটনাস্থলে থেকে একজনকে আটক করা হয়।