চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩

চট্টগ্রামের মুরাদপুরে আজ রোববার সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

এসময় ধাওয়া দিয়ে তিনজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকাল ৬:৪১ টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যেতে থাকে।

খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে তিনজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

আটক তিনজন হলেন-পাঁচলাইশের আজিজুল হক বাবুলের পুত্র আনোয়ারুল হক ঈশান (১৭), একই এলাকার প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের পুত্র সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, “মিছিল থকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

বাকিদের সনাক্ত করে আইনের আওতদয় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.