কেরানীহাট বাণিজ্য মেলা পুনরায় চালুর পায়তারা, প্রশাসনকে ‘ম্যানেজ’ করার গুঞ্জন

আবার চালুর স্বপ্ন দেখে এক শ্রেনীর লুটেরা দল-

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বন্ধ হওয়া বাণিজ্য মেলা পুনরায় চালু করার জন্য একটি কুচক্রী মহল নানামুখী তৎপরতা শুরু করেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।

 

স্থানীয় জনগণ ও সচেতন মহলের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই পরিচালিত হওয়ায় মেলাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মেলাটি আবার চালু করতে প্রশাসনকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের ভাষ্য, মেলাটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এছাড়া স্কুল-কলেজ পড়ুয়াদের অযথা ভিড়, গভীর রাত পর্যন্ত শব্দ দূষণ ও এলাকায় অস্থিরতা সৃষ্টি হওয়ায় অভিভাবক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এসব কারণে প্রশাসন মেলাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

 

এদিকে মেলা সংশ্লিষ্ট একটি মহল নানাভাবে প্রভাব খাটিয়ে আবারও মেলা চালুর উদ্যোগ নিচ্ছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী। তারা আশঙ্কা করছেন, মেলাটি পুনরায় চালু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যদিনের স্বাভাবিক চলাচল আবারও বাধাগ্রস্থ হবে।

 

স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, অনুমোদনহীন মেলা পুনরায় চালুর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করতে। তাদের দাবি, জনস্বার্থ, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে এটাই প্রত্যাশা।

মন্তব্য করুন

Your email address will not be published.