কক্সবাজার প্রতিনিধি :
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জেলে গণির জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি সোনালী পোয়া মাছ। ওজন ৩২.৮ কেজি হওয়ায় তীরে ওঠার সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসুক জনতার ভিড় ও ব্যাপক চাঞ্চল্য।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে গণি জাল টেনে তুললে হঠাৎই বিশাল এই মাছটি ধরা পড়ে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানদার, জেলে ও পর্যটকেরা সমুদ্র সৈকতে ভিড় জমায়। সবাই দেখতে থাকেন বছরেও একবার না দেখা এই বিশাল সোনালী পোয়া।
স্থানীয় জেলেদের ভাষ্য, সোনালী পোয়া মূলত দুর্লভ প্রজাতির মাছ। তার ওপর এতো বড় সাইজ পাওয়া প্রায় অসম্ভব। তাদের দাবি—বছরের পর বছরেও এমন ধরা চোখে পড়ে না।
মাছটি তীরে আনার পর দাম হাঁকানো হয় ৫ লক্ষ টাকা। তবে কত দামে এটি শেষ পর্যন্ত বিক্রি হবে, তা নিশ্চিত করতে পারেননি জেলে গণি। তিনি জানান, কয়েকজন বড় মাছ ব্যবসায়ী ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন এবং দরদাম নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে সাগরে বড় মাছের উপস্থিতি কমে গেলেও এমন বড় ধরা জেলেদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।
এদিকে সোনালী পোয়া মাছটির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।