বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে জাতীয় সংসদে লড়তে যাচ্ছেন লেখক ফায়াজ শাহেদ
সুযোগ থাকা সত্বেও ভাগ্য পরিবর্তনের পথে হাটেননি-
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে –
চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশকে বৈষম্যহীনতার কাতারে শামিল করতে মহান জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন চট্টগ্রামের তরুণ প্রজন্মের আইকন ও বিশিষ্ট লেখক জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারীর অন্যতম সংগঠক ফায়াজ শাহেদ। তিনি আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
৩০শে নভেম্বর (রবিবার) তিনি সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদের অনলাইন ভার্সনকে চট্টগ্রামের রাজনীতির বিভিন্ন বিষয়াদী সম্পর্কে আলোকপাত করার সময় জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের সংগঠন আপ বাংলাদেশ থেকে চট্টগ্রাম ০৯ আসন(কোতোয়ালী বাকলিয়া চকবাজার ডবলমুরিং আংশিক)থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার কথা জানান।
এদিকে কোতোয়ালী থানা এবং বাকলিয়ার একাধিক স্থানীয় জনসাধারন সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদের অনলাইন ভার্সনকে ফায়াজ শাহেদের এমপি পদে প্রার্থীতাকে স্থানীয়দের আশীর্বাদসরূপ মনে করেন বলে নিশ্চিত করেন।
সরোয়ার নামে বাকলিয়ার পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, ফায়াজ শাহেদের বেড়ে ওঠা থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী কাজকর্ম সব আমাদের চোখে দৃশ্যমান অতএব ছেলেটা এমপি পদে লড়লে তা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অনেকের ভাগ্যের পরিবর্তন হলেও ফায়াজ শাহেদের সেই পথে হাটার যথেষ্ট সুযোগ থাকার পরও সেই পথে শাহেদ পা বাড়াননি, যেটা পুরো চট্টগ্রাম মহানগরের জন্য নজিরবিহীন।