নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন এলডিপির অঙ্গসংগঠন লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নেতাকর্মীদের পরামর্শ না নিয়েই জামায়াত জোটে যোগদান করায় ক্ষোভ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
শাহ আলম বলেন দলের সাংগঠনিক সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের দায় তিনি নিতে চান না বলেও মন্তব্য করেন। তাই আদর্শ ও নৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এ ঘটনায় উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করছেন।
তবে এ বিষয়ে এলডিপি বা সংশ্লিষ্ট সংগঠনের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।