চট্টগ্রাম সংবাদ’র খবর প্রকাশের জের:সড়কের পাশে সেই দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সাতকানিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে খবরটি 'চট্টগ্রাম সংবাদ'অনলাইনে প্রথম ওঠে এসেছিল

 নিজস্ব প্রতিবেদক 

ফেলে যাওয়া সেই দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারখাইন ইউনিয়নে সড়ক পাশে কনকনে শীতে ফেলে যাওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিসির নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন।

এ সময় জেলা প্রশাসক শিশু দুটির শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয় ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তাৎক্ষণিক তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। চিকিৎসাসহ নানা ব্যয় মেটাতে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।

পাশাপাশি জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু দুটির ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেন। যাতে দুই শিশু একটি সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় দুই শিশুকে আনোয়ারার মাজারটেক এলাকার সড়ক পাশ থেকে উদ্ধার করেন সিএনজি অটো রিকশা চালক মহিম উদ্দিন। এসময় ছোট ভাইকে কোলে রাখা অবস্থায় দেখা যায়। কনকনে শীতে দু’জনই কাঁপছিলেন। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়ে শিশুর নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলে শিশুর নাম মোরশেদ। শিশুরা আয়েশা জানায়, এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান।

সিএনজি চালক মহিম উদ্ধারের খবরটি অবহিত হয়ে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসন শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া হয়। দুটি শিশুর ছবি সহ পুরো ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য:সাতকানিয়া উপজেলা প্রশাসনের অফিসিয়াল  সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর চট্টগ্রামের স্থানীয় পত্রিকা সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদের অনলাইনে সর্বপ্রথম

‘গভীর রাতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাড়ি সাতকানিয়া’

শিরোনামে খবরটি ছাপালে চট্টগ্রাম তথা সমগ্র দেশে বিষয়টি তোলপাড় সৃষ্টি হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.