বাজালিয়া-রাজনৈতিক দলের নাম বেঁচে জমে ওঠছে মাটি ও বালির বানিজ্য

তারা স্থানীয় বিএনপির সাথে জড়িত বলে জানান আবু সৈয়দ -

 

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন সময় দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মসহ আধিপত্য চালানো বেশ পুরনো।

এবার স্থানীয় বিএনপির রাজনৈতিক প্রভাব বেঁচে উপজেলার বাজালিয়ার ৬নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের পাশে মালিককে না বলে ফসলি জমির মাটি বেঁচে দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপির কর্মী মো: রাশেদ, তারেক ও ওসমান কোম্পানি এবং বেলালের বিরুদ্ধে।

 

৩রা জানুয়ারি (শনিবার) সকালে বাজালিয়ার বাসিন্দা আবু সৈয়দ এই তথ্য জানান।

 

আবু সৈয়দের বক্তব্য মতে অভিযুক্ত চারজনেই স্থানীয় বিএনপির সমর্থক,এবং তারা আবু সৈয়দের জমির পাশের নিচের জমি থেকে মাটি কেটে সাগর বানিয়ে ফেলছেন বলেও জানান। 

 

আবু সৈয়দ বলেন,হয়তো আমার জমির দিকেও আসবে তারা, তখন কিন্তু আমি তাদের রাজনৈতিক হেডামটেডাম বুঝবোনা, আইনগত ভাবে যতদূর যেতে হয় ততোদূর যাবো।

 

আবু সৈয়দ প্রতিবেদককে আরো বলেন,তারা ক্ষমতায় যাওয়ার আগেই মাটি আর বালি নিয়ে চলছে ক্ষমতার চর্চা।

মন্তব্য করুন

Your email address will not be published.