নির্বাচনি অংশীজন ও সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ৭টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, স্থানীয় নির্বাচনি অংশীজন ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে সেনাবাহিনী।

বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ জানুয়ারি) দিনব্যাপী পর্যায়ক্রমে পুরানগড়, ধর্মপুর, বাজালিয়া, কেঁওচিয়া, কালিয়াইশ, খাগরিয়া ও চরতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সেনাবাহিনীর পক্ষ থেকে এ মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুন নবী, মেজর আখলাকুর রহমান, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, বাজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি ও মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক।

এ সময় সব অংশীজনকে সাহসিকতা ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়। ভোট দেওয়ার সময় কোনো প্রকার ভয় না পাওয়ার আহ্বান এবং নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়াও পূর্ববর্তী নির্বাচনের যে-কোনো তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণের অনুরোধ করা হয়।

এ ছাড়াও যে-কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শন বা বেআইনি কার্যক্রমের তথ্য তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা প্রশাসনকে জানানোর জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। এ সময় স্থানীয় জনগণের অভিযোগ, মতামত ও তথ্য গ্রহণের জন্য সবার উপস্থিতিতে প্রতিটি ইউনিয়নে অভিযোগ (মতামত) বাক্স উদ্বোধন করা হয়।

একই সময় সংখ্যালঘু অধ্যুষিত বেশ কয়েকটি এলাকা (হিন্দু পাড়া ও জেলে পাড়া) পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে সরাসরি কথা বলে তাদের উদ্বেগের কথা শোনা হয়। সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে মর্মে আশ্বাস দেওয়া হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.