পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (আজ) সকালে পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভাটিখাইন পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই গাড়ির চালকই গাড়ির ভেতরে আটকে পড়েন এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় আহত চালকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন মুন্না জানান,
দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যানের চালকের হাত-পা ভেঙে গেছে এবং তারা গুরুতরভাবে আহত হয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই মো. মোশাররফ হোসেন জানান,
দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহত দুই চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য পটিয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।