বাঁশখালী আইনজীবী সমিতির এডহক কমিটি গঠন
আহবায়ক অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট বোরহান উদ্দিন নুরী
বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালীতে আইনজীবী সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) আইনজীবী সমিতির অস্থায়ী কার্যালয়ে জরুরী তলবী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারী নির্দেশনার কারণে গঠনতন্ত্র মোতাবেক আজ ২০ জানুয়ারী সমিতির নির্বাচন না হওয়ায় এবং কার্যকরী কমিটি ২০২৫-২০২৬ এর মেয়াদ শেষ হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট দিলীপ কুমার দাশকে আহ্বায়ক করে এবং অ্যাডভোকেট বোরহান উদ্দীন নুরী মাতবরকে সদস্য সচিব করে গঠনতন্ত্র মোতাবেক ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছে- অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আবছার, অ্যাডভোকেট দিপংকর দে, অ্যাডভোকেট নাছির উদ্দিন প্রমূখ।
উল্লেখ্যঃ ইতিপূর্বে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ২ জন কমিশনার পদত্যাগ করেছেন।