ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল আটক

সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর আনুমানিক ১টা ৩০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি এলাকার নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ভারত দিক থেকে কয়েকজন চোরাকারবারী একটি মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করে। এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভারতীয় ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Your email address will not be published.