ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করলেন নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম ১৫ আসন-

 

সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের গারাংগিয়ায় বড় হুজুর ও ছোট হুজুরের কবর জেয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী গণসংযোগ শুরু করেন তিনি এবং দিনব্যাপী সাতকানিয়া সদর, সোনাকানিয়া, মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা, চরতি, আমিলাইষ, নলুয়া, ঢেমশা, ছদাহা ইউনিয়ন ও ঠাকুরদিঘী এলাকায় সংযোগ কার্যক্রম শেষ করেন।

নাজমুল মোস্তফা বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও বেকারত্ব এ আসনের মানুষের জন্য অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে ধানের শীষকে ভোট দিতে হবে। দেশে অতীতে যে রকম রাজনৈতিক কালচার ছিল তা থেকে বের হয়ে সঠিক জবাব দেওয়ার জন্য বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। জনগণ বুঝে গেছে কাদের হাতে দেশ নিরাপদ। যারা জনগণের নিকট দায়বদ্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করবে, তাদেরই ভোট দেবে। এ জন্য বিএনপির বিকল্প নেই।’

এ সময় নাজমুল মোস্তফার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল হক চৌধুরীসহ গণসংযোগকৃত ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.