স্পিডবোটের সংঘর্ষে উল্টে গেল নৌযান, প্রাণ গেল এক নারীর

কক্সবাজার–মহেশখালী নৌপথে মৃত্যুর দুপুর

 

মো. হামিদ হোসাইন ( মহেশখালী)

দুপুরের শান্ত নদীপথ হঠাৎই রূপ নেয় মৃত্যুর করিডোরে। কক্সবাজার–মহেশখালী নৌপথে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ভয়াবহ এক স্পিডবোট দুর্ঘটনায় এক নারী যাত্রী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক নৌযাত্রা পরিণত হয় আতঙ্ক, আর্তনাদ আর বিশৃঙ্খলায়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগামী স্পিডবোটটিতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। নৌযানটি হামিদিয়ার খালের মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে চালক বোটটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন এবং পেছনের অংশ উঁচু করে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর চেষ্টা শুরু করেন।

ঠিক সেই সময় পেছন দিক থেকে নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে আসা আরেকটি স্পিডবোট থেমে থাকা নৌযানটিকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। নদীর বুকজুড়ে ছড়িয়ে পড়ে যাত্রীদের চিৎকার, ভাঙা নৌযান আর ছিটকে পড়া স্বপ্ন।

দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিডবোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত এক নারীকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম নুর নাহার নাগু। তিনি মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের সামিরাগুনা এলাকার বাসিন্দা।

এই দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের আকতার কামাল প্রকাশ মেজর আকতার কামাল। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্টে যাওয়া স্পিডবোটটির মালিক কক্সবাজারের খুরুস্কুল এলাকার ইসহাক। বোটটি চালাচ্ছিলেন তাঁর পুত্র হায়দার। অপরদিকে সংঘর্ষে জড়িত আরেকটি স্পিডবোট সাময়িকভাবে পরিচালনা করছিলেন মনজুর নামের এক চালক, যাঁর বাড়ি কক্সবাজারে।

প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, কয়েক সেকেন্ডের অব্যবস্থাপনা আর বেপরোয়া গতি পুরো নৌযাত্রাকে বিপর্যয়ে ঠেলে দিয়েছে। এই দুর্ঘটনা আবারও কক্সবাজার–মহেশখালী নৌপথে স্পিডবোট চলাচলের নিরাপত্তা, গতি নিয়ন্ত্রণ এবং তদারকির অভাবকে সামনে এনে দিয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.