ডেপুটি রেঞ্জার আলালের হাতে, অবৈধ বালি উত্তোলন ও পাচারের সময় গাড়ীসহ ৩জন আটক
চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করের হাট রেঞ্জ -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করের হাট রেঞ্জের করেরহাট বিট কাম-চেক রামগড়- সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার কালো ব্লকে ঝিলছড়ি ছড়া থেকে বালু উত্তোলন ও পাচারের সময় হাতেনাতে বালুভর্তি ট্রাকসহ ৩জনকে আটক করা হয়।
২৮শে জানুয়ারি গভীর রাতে, করের হাট রেঞ্জের আওতাধীন সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার কালো ব্লকে ঝিলছড়ি ছড়া থেকে তাদেরকে আটক করেন করেরহাট বিট কাম-চেক স্টেশন কর্মকর্তা মো: আলালের নেতৃত্বে বনবিভাগের একটি টীম।
আটককৃতকরা হলেন, করের হাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল মান্নান( ৪০)ও একই ওয়ার্ডের মালেকের ছেলে নজরুল ইসলাম(২৬) এবং একই ইউনিয়নের পশ্চিম সোনাই এলাকার সিরাজের ছেলে সবুজ(৩৫)।
বালুভর্তি গাড়ী জব্দ ও ঘটনাস্থলে তিনজকে আটকের ঘটনায় করেরহাট বিট কাম-চেক স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো: আলাল বাদী হয়ে চট্টগ্রাম বন আদালতে বন আইনে একটি মামলা দায়ের করেন।
এই বিষয়ে করের হাট ডেপুটি রেঞ্জার মো: আলাল বলেন, ধৃত আসামিদেরকে স্পটে হাতেনাতে গাড়ীসহ এবং বালি পাচারের সরঞ্জামসহ আটক করতে সক্ষম হই তাদের বিরুদ্ধে বন মামলা দায়ের করেছি।