সাতকানিয়া পৌরসভা নির্বাচন সংরক্ষিত মহিলা ৮ ও  সাধারণ কাউন্সিলর পদের ৪৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ

সৈয়দ আক্কাস উদদীন 
সাতকানিয়া পৌরসভা নির্বাচন
সংরক্ষিত মহিলা ৮ ও  সাধারণ কাউন্সিলর
পদের ৪৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ
বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র নির্বাচিত হওয়ায় প্রতীক বরাদ্দের প্রয়োজন হয়নি,
সাতকানিয়া পৌরসভা নির্বাচনে গতকাল (বুধবার) সকালে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা এ পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসারের নিকট থেকে প্রার্থীদের পছন্দমত ও লটারীর মাধ্যমে নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এজেডএম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থীরা প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হওয়ায় মেয়র পদে প্রতীক বরাদ্ধের প্রয়োজন হয়নি। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন ও ৪৫জন প্রতিদ্বন্ধিতা করবেন। সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৯নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
       প্রতীক বরাদ্দ পাওয়া সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড এ মাছুমা বেগম (আনারস), দিলু আরা বেগম (জবা ফুল), ৪,৫ ও ৬নং ওয়ার্ডে হাসিনা আক্তার (আনারস), শাহনাজ পারভীন (চশমা), মারজানা আক্তার (জবা ফুল) এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে আফরোজা আক্তার শারমিন (টেলিফোন), ইসরাত জাহান সোনিয়া (জবা ফুল) ও সামসাদ বেগম (আনারস) প্রতীক পেয়েছেন।
অন্যদিকে, পৌরসভা ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এনামুল কবির (উট পাখি), মো. শাহজাহান (ব্ল্যাক বোর্ড), আবুল কাশেম (গাজর), গোলাম ফেরদৌস (পাঞ্জাবী), ২নং ওয়ার্ডে মো. ওয়াহিদুল আলম (ডালিম), মো. ওসমান গণি (গাজর), খুরশেদ আলম (টেবিল ল্যাম্প), মো. আলী (উট পাখি), ৩নং ওয়ার্ডে এ কে এম মোর্শেদ (উট পাখি), মোহাম্মদ মহিউদ্দীন (পাঞ্জাবী), ৪নং ওয়ার্ডে আবু বক্কর ছিদ্দিক (টেবিল ল্যাম্প), রফিকুল কাদের (উট পাখি), মুহাম্মদ শামসুল হক (পাঞ্জাবী), মো. নুরুল হক (ডালিম), ৫নং ওয়ার্ডে সরওয়ার কামাল (ডালিম), মো. ফরিদুল আলম (ব্ল্যাকবোর্ড), মো. আখতার হোসেন (ঢেড়শ), মো. আরিফুল ইসলাম (গাজর), এম এ মান্নান (উট পাখি), মো. রফিক (ব্রীজ), নুরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মো. নুর নাসিম (পাঞ্জাবী), ৬নং ওয়ার্ডে মোস্তফিজ (টেবিল ল্যাম্প), মো. জাহাঙ্গীর আলম (ডালিম), রাশেদুল ইসলাম (উট পাখি), সাইফুদ্দীন মো. খালেদ (পাঞ্জাবী), মো. সাইফুল আলম (ব্ল্যাকবোর্ড), ৭নং ওয়ার্ডে এস এম শাহ এমরান (ডালিম), আরফাত উল্লাহ (টেবিল ল্যাম্প), আবদুল গফুর (উট পাখি), মো. নবাব রকিব (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডে মো. খলিলুর রহমান চৌধুরী (ঢেড়শ), মো. সাইফুদ্দীন দুলাল (গাজর), ছৈয়দ হোসেন (পানির বোতল), মো. নুরুল আবছার (পাঞ্জাবী), মো. আবু বক্কর ছিদ্দিক (ব্ল্যাকবোর্ড), মো. কাউছার আলম (ফাইল কেবিনেট), গোলাম কবির (উট পাখি), মো. মকছুদুর রহমান চৌধুরী (ডালিম), মো. রাশেল উদ্দীন (টেবিল ল্যাম্প), জানে আলম (ব্রীজ), এবং ৯নং ওয়ার্ডে শিকু আরা বেগম (টেবিল ল্যাম্প), আনোয়ার হোসেন (ব্ল্যাকবোর্ড), হুমায়ুন কবির চৌধুরী (উট পাখি) ও আবদুল হালিম (পাঞ্জাবী) প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, সাতকানিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৭ হাজার ৫৪০জন। এরমধ্যে ১৯ হাজার ৬২২ জন পুরুষ ও ১৭ হাজার ৯১৮জন নারী ভোটার।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার কামরুল হাসান বলেন, কোন ধরণের ঝামেলা ছাড়াই সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের গতকাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মেয়র পদে শুধুমাত্র একজন প্রার্থী থাকায় আওয়ামীলীগের মোহাম্মদ জোবায়েরকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.