চট্টগ্রামের রাউজানে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে সঞ্জিত বড়ুয়া (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
শুক্রবার (১১ জুন) বিকেল পৌনে ৬টায় উপজেলার ফতেনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্জিত বড়ুয়া ওই এলাকার মৃত হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
নিহত সঞ্জিতের ভাতিজা শুভ বড়ুয়া বলেন, গ্রামীণ ব্যাংক, প্রত্যাশা ব্যাংকসহ আরও অন্যান্য ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে বিষপান করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, বিষপান করার পর সঞ্জিত বড়ুয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।