চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ কর্তৃক ইয়াবাসহ তিনজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। ১৫ জুুন রাত ৯ঃ৩০ ঘটিকার সময় চকরিয়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউপিস্থ বঙ্গবন্ধু সাফারী পার্কের মেইন গেইট থেকে তাদের আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই বাদলের নেতৃত্বে একটি টিম কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারি কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১.ছেনোয়ারা বেগম (৩৮), স্বামী- ইব্রাহিম খলিল, সাং- রাঙ্গারজিরি,০৪নং ওয়ার্ড,ফাঁসিয়াখালী। ২.নুর ছফানী (৩২), স্বামী- আজিজুর রহমান, ৩. নুর কায়েদা (১৯), স্বামী- নুর নবী, উভয় সাং- বিয়ানী বাজার। আটকের সময় এদের থেকে ২,৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা জব্দ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।