শোক সভাকেও কলংকিত করলো চন্দনাইশ আওয়ামী লীগ

একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চন্দনাইশের শোকসভায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সোমবার সন্ধ্যায় হাশিমপুর বাগিচাহাট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় মঞ্চ লক্ষ্য করে কতিপয় যুবক ইটপাটকেল নিক্ষেপ করে। এর জের ধরে তার বক্তব্য শেষ হতে না হতেই সভাস্থলে গোলাগুলি শুরু হয়। এ সময় মঞ্চে উপস্থিত নেতারা আত্মরক্ষার্থে দিকবিগিদ ছোটাছুটি করে একটি কমিউনিটি সেন্টারে আশ্রয় নেয়। এই কমিউনিটি সেন্টারে ও তারা হামলা চালায়। এরপর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরক্ষণে একটি পক্ষ চট্টগ্রাম কক্্রবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ হাজির হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায় সামনের ইউপি নির্বাচনে গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি প্রার্থী হওয়ার খবরে প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে সভার প্রধান অতিথি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সেক্রেটারী মফিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন হামলাকারীরা দুর্বৃত্তায়ন ও সশস্ত্র সন্ত্রাসী। তারা আওয়ামীলীগের লোক হলে এ সভায় হামলা করতে পারে না। তিনি আরো বলেন আমি চলে আসার আধাঘন্টা পর ঘটনা ঘটে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তিনি বলেন গিয়াসউদ্দিন যুবলীগের কেন্দ্রীয় নেতা। এলাকার লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।

মন্তব্য করুন

Your email address will not be published.