আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি ফিরছেন আজ

আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দেশে ফিরছেন। এর আগে তাদের কাবুল থেকে উদ্ধার করে কাতারের রাজধানী দোহায় নেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত শুক্রবার আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশিকে দোহায় নেওয়া হয়েছিল। এর পরদিন শনিবারে সেখানে পৌঁছায় আরও ছয়জন। এর আগে থেকে তিন বাংলাদেশি সেখানে অবস্থান করছিলেন। এই ১৫ বাংলাদেশিই আজ ফিরছেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করছে সরকার।

তিনি বলেছিলেন, কোনো দেশে বাংলাদেশি নাগরিক আটকে পড়লে আমরা সবসময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও আটকে পড়াদের সুযোগ পাওয়া মাত্রই ফিরিয়ে আনছি। কাবুলে যেসব বাংলাদেশি আটকে পড়েছেন তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.