বায়েজিদে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিতরা। মিছিল শেষে তারা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের ছবিতে আগুন দিয়ে বিক্ষোভ করে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ১ টার দিকে বায়েজিদ থানার মোহাম্মদনগর, আমিন কলোনি আতুরার ডিপু এলাকায় মিছিল করে। মিছিল শেষে ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন নবগঠিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল। তাদের অছাত্র ও বহিরাগত বলেও দাবি করেছেন তিনি।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে পদবঞ্চিতরা বলেন, ‘বায়েজিদ থানা ছাত্রলীগের যে আহ্বায়ক কমিটি হয়েছে সেই কমিটির অনেকেই অছাত্রত্ব, অনেকেই বিবাহিত, অনেকেরই বয়সে সীমা পার হয়েছে বহু আগে। এ কমিটির যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আজমীর বিবাহিত। কমিউনিটি সেন্টারে ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে করেছে মাঈনুদ্দিন। তার একটি কন্যা সন্তানও আছে। আবার অনেকেই আছে ইয়াবাসহ মাদকের সাথে জড়িত।’
তারা আরও বলেন, ‘বিবাহিতদের দিয়ে অবৈধ এ পকেট কমিটি আগামীতে বিলুপ্ত ঘোষণা করা না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এই অবস্থায় বায়েজিদ থানার বিভিন্ন এলাকা ও ওয়ার্ডগুলোতে থমথমে অবস্তা বিরাজ করছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই দায়ভার নিতে হবে মহানগর ছাত্রলীগকে।’
এ সময় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তানবীর আহমেদ, এমএন মহিউদ্দিন, রাসেল,সুমন, সোহেল, সাইমন, জহিরুল ইসলাম, জিলানি, ইব্রাহিম, আকাশ রহমান, জিবরান চৌধুরী, সাকিব, মো. মেহেদী হাসান, ইমন, ইমরান মাহমুদ, সাকিব ইমরান প্রমুখ।
নবগঠিত বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘শুক্রবার বায়েজিদ এলাকার শিল্পকারখানা বন্ধ বিধায় কিছু শ্রমিককে নিয়ে অছাত্র, বহিরাগত কমিটির বিরুদ্ধে মিছিল করেছে বলে শুনেছি। তারা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নিজেদের নেতা সাজাতে চায়। তাদের কেউই ছাত্রলীগের কেউ নয়। আমি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী। এসব করে রাজনৈতিকভাবে আমাকে একচুলও টলাতে পারবে না তারা।’
এদিকে বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন আজমীর বলেন, ‘যারা আমাকে বিবাহিত বলছে কন্যা সন্তানের পিতা বলছে তারা সকলেই মিথ্যাচার করছে শুধু কমিটিতে পদ না পেয়েই। কারণ আমি বিবাহিত নই।’
মন্তব্য করুন

Your email address will not be published.