বাঁশখালীপ্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১০ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ সেপ্টেম্বর ) দুপুর থেকে রাত পযর্ন্ত ৩ ধপায় পৃথক পৃথক অভিযানে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী থানার বাঁশখালী থানার এসআই( নিঃ) লিটন চাকমা সঙ্গীয় ফোর্স সহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় দুপুর সাড়ে ১২ টা অভিযানে চালিয়ে (দুই হাজার) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার থানা সদর পিএম খালী এলাকার নুরুল হকের পুত্র বাদশা মিয়া (২৬) বিকালে অপর দিকে পৃথক অভিযানে (ছয় হাজার) পিস ইয়াবা সহ চট্টগ্রামের কোতোয়ালী থানার জুবলী রোড় এনায়েত বাজার এলাকার নুরুল হকের পুত্র আজিমুল (৩১) ও সন্ধা ৭ টার দিকে একই স্থানে অভিযান পরিচালনা করে (দুই হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজার উখিয়া কতুপালং ক্যাম্প (বি-থ্রি, মাঝি জাকারিয়া) এলাকার জালাল আহমদের পুত্র সালেন আহমদ (৫৫) ও ক্যাম্প-৪ এলাকার নুরুল ইসলামের পুত্র আমান উল্লাহ (১৯) কে আটক করা হয়। এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক অভিযানে ১০ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।