জাহাঙ্গীর আলম শামস: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাবের প্রভাবে কক্সবাজার সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। তবে বাতাসের চাপ কিংবা সাগরের পানির উচ্চতা স্বাভাবিক। কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের কারণে কক্সবাজারকে ২নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় গুলাব কক্সবাজার থেকে ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে। আশা করছি গুলাবের প্রভাব কক্সবাজারে পড়বে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হালকা অথবা মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের আনাগোনা প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। তাদের আনন্দ, ঘুরাঘুরি অব্যাহত রয়েছে।