সাতকানিয়ায় টাকা ধার না দেওয়ায় হামলা চালিয়ে স্বর্ণ লুট ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মির্জাখীল এলাকার কালা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। সাতকানিয়া থানায় দায়ের এজাহারে জানা গেছে, রোববার (২৬ সেপ্টেম্বর) ছোট হাতিয়ার বাদী নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৪) এর বাড়ির সামনে বিবাদী নজির আহমদের ছেলে মোঃ ওচমান (২৫) বাদীর পিতার কাছ থেকে টাকা ধার চেয়ে বসে এসময় বাদীর পিতা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে এবং লোহার রড় দিয়ে হামলা চালিয়ে বাদীর মায়ের ১ ভরি ওজনের স্বর্ণ ছিনিয়ে নেয়। এজহারে আরো জানায়, হামলা করার সময় এজাজারে উল্লেখিত সাক্ষীগণ এগিয়ে আসলে তাদেরকেও হামলা চালিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। এসময় গুরতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক বাদীর পিতা ও সাক্ষী নুরুল ইসলামকে জরুরিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার শেখ সাইফুল আলম বলেন,হ্যাঁ, এটা তদন্ত করে অবশ্যই প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আহতের মেয়ে বলেন,আমার আব্বার কাছ থেকে ওসমান চাদাঁ চেয়েছিলো তা দেয়নি বিধায় ইয়াবা ওসমান আমার বাবাকে দা দিয়ে বেদড়ক কুপিয়েছে।

এদিকে মৃত কালা মিয়ার ছেলে আলী আহমদ (৫০) ও একই কথা বলেন,তিনিও জানান ওসমানের কোন ব্যবসা বানিজ্য নেই তাই কালামিয়ার ছেলে নুরুল ইসলাম থেকে বার বার টাকা দাবী করেন না দিলে নুরুল ইসলামের উপর নেমে আসে এই বর্বরতা।

স্থানীয় হারুনও বলেন,আসলে ওসমান গুটি বিক্রি করে তাই তার বেশী দাপট,আমরা ভয়ে কিছু বলতে পারছিনা

মন্তব্য করুন

Your email address will not be published.