এবার সাতকানিয়ার সাবেক দুই সাংসদের বিচার শুরু পুলিশ সদস্য তারেক হত্যা নিয়ে

নিজস্ব প্রতিবেদকঃ

 

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জামায়াত সৃষ্ট নাশকতা ঠেকাতে গিয়ে প্রাণ হারানো পুলিশ সদস্য তারেক হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরীর আদালতে এ বিচার কাজ শুরু হয়।

 

বিষয়টি চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌশলি অ্যাডভোকেট আইয়ুব খান।

 

তিনি বলেন, মামলায় পুলিশ জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও আ ন ম শামসুল ইসলাম, জামাতের দক্ষিণ জেলা আমির জাফর সাদেকসহ ৯৫ জনকে অভিযুক্ত করেছে। আদালত তা আমলে নিয়ে বিচার কাজ শুরুর আদেশ দিয়েছেন।

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। এর জের ধরে ওইদিন পুরো চট্টগ্রামে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ব্যাপক নাশকতা চালায়। লোহাগাড়া উপজেলার জমির কমপ্লেক্স নামের একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ কনস্টেবল তারেকুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের বছর জানুয়ারি মাসে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।

 

মামলার পরবর্তী শুনানির তারিখ ৩ অক্টোবর ধার্য করা হয়েছে বলে  আদালত সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.