সাতকানিয়ায় টিলা কাটায় জরিমানা

সাতকানিয়া উপজেলায় সরকারি টিলা ব্যক্তিগত বলে এস্কেভেটর ও ডাম্পার গাড়ির মালিকের সাথে চুক্তি করে মাটি কাটায় পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতেটিলা কাটার অভিযোগ পেয়ে  চূড়ামনি আবাসন প্রকল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলেই আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ভবিষ্যতে পরিবেশের ক্ষতি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন, ‘পাহাড় ও টিলা কাটা বন্ধে আমাদের এই অভিযান চলতে থাকবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.