সাতকানিয়ায় ক্রয়মূল্যে তরি-তরকারি বিক্রি করে অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন 

নিজস্ব প্রতিবেদক 

তরি-তরকানি, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর উর্ধ্বমুখী মূল্যে দরিদ্রশ্রেণীসহ সাধারণ ক্রেতারা দিশেহারা। এহেন দূঃসময়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামলেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। কর্মসূচীর ধারাবাহিকতায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদর কেরানীহাট ষ্টেশনস্থ উলামিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজারের সামনে ক্রয়মূল্যে তরি-তরকারি ও শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন। ওই সময় দেখা গেছে অসংখ্য ক্রেতার ভীড়। কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো: ফয়সাল আমির, সিএ মিজানুর রহমান। কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সহ সভাপতি ফারহান মাহবুব মিজান, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মিজানূর রহমান, অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য মোর্শেদ, ফয়সাল,রিমন, ইরফান, সানজিদ, রুকন, শোবাইর, আসবাদ হোসেন রাকিদ, তানিম, সাঈদ প্রমুখ।
এ প্রসঙ্গে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনের  সহিত আলাপ করলে তিনি বলেন, অতি সূলভমূল্যে তরি-তরকারি ক্রয় করতে পেরে খুবই আনন্দিত। তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিক্রয়মূল্যে পণ্য-সামগ্রী যথাক্রমে কেজি প্রতি লাউ ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৫০ টাকা, করলা ৭৫ টাকা, শশা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বেগুন ৫৫ টাকা, শাক ১৫ টাকা, আলু ৫০ টাকা।

মন্তব্য করুন

Your email address will not be published.