তানজীমুল ক্বুররা বাংলাদেশের দ্বি-বার্ষিক কাউন্সিল হাফেজ মাহমুদুল হাসান সভাপতি, ক্বারী সাইফুল্লাহ সম্পাদক

আনোয়ারা প্রতিনিধি: তানজীমুল ক্বুররা বাংলাদেশের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ২১ অক্টোবর সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয় বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। ক্বারী জহিরের সভাপতিত্বে ও ক্বারী সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী আব্দুছ ছমদ, বিশেষ অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার ক্বারী আহমুদুল হক, হাটহাজারী মাদ্রাসার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মঈন উদ্দিন, খাইরিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সোহাইল সালেহ, বখতিয়া পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান গণি। বক্তব্য রাখেন তানজীমুল ক্বুররা পেকুয়া উপজেলার সভাপতি ক্বারী মুনিরুল্লাহ, বাঁশখালী উপজেলা সভাপতি ক্বারী ইছহাক, আনোয়ারা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আরিফ, দক্ষিণ জেলা সভাপতি ক্বারী শিব্বির আহমদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী খুরশিদ, কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী ফজলুল করিম, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ক্বারী মাহমুদুল হক,চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ আব্দুল মান্নান প্রমুখ। কাউন্সিল শেষে উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে তানজীমুল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ক্বারী আব্দুল গণি’র পুত্র বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাহমুদুল হাসান গণিকে সভাপতি ও সহকারি পরিচালক ক্বারী সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একমাত্র দ্বীনের উদ্দেশ্যে ক্বারী আব্দুল গণি (রহ:) তানজীমুল ক্বুররা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই সংগঠনের ফলে দেশ বিদেশে সহীহ কুরআন তেলাওয়াত ছড়িয়ে পড়েছে। তিনি আজকে বেঁচে নেই। কিন্তু আমাদেরকে তার সেই নি:স্বার্থ কোরআনের খেদমতগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তানজীমুল ক্বুররার উন্নতি ও অগ্রগতিতে কাজ করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.