কক্সবাজারের ওসির অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পপতি হাজি দেলোয়ার হোসেনসহ তার দুই সন্তানকে চাঁদাবাজির অভিযোগ এনে কক্সবাজার বাহার ছড়ার জনৈক বিএনপি নেতা নুরুল আলম থেকে অনৈতিক সুবিধা নিয়ে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াসের অপসারণ দাবীতে চট্টগ্রামস্থ সাতকানিয়ার লোকজন মানববন্ধন করেন। আজ ১৩ই নভেম্বর (শনিবার)বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামস্থ সাতকানিয়ার লোকজন। মানববন্ধনে বক্তারা বলেন ,গেলো সোমবার রাতে কক্সবাজার সদরের আধুনিক কলাতলীর স্বপ্নদ্রষ্টা পুরো বাংলাদেশের পর্যটন খাতের সর্ববৃহত্তম প্রকল্প ওয়ার্ল্ডবীচ রিসোর্টের মালিক শিল্পপতি হাজি দেলোয়ার হোসেনসহ তার দুই পুত্র ওমর ফারুক,আর ইমরান ফারুক ফয়সালকে ওয়ার্ল্ডবীচ রিসোর্টের একাংশের ল্যান্ড ওনার বিএনপি নেতা নুরুল আলমের যোগসাজশে সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস চাদাঁবাজির মামলা গ্রহণ করে কোর্টে প্রেরণ করেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে আলোচনায় আসেন ওসি সদর কক্সবাজার, কারণ চাঁদাবাজি মামলা নেয়ার মত ঘটনা তিনি ঘটিয়েছেন একজন শিল্পপতিকে আসামি করে,এবং একজন প্রবীন মুক্তিযোদ্ধা ও দক্ষিন চট্টগ্রামের একজন প্রবীন আওয়ামীলীগনেতাকে জড়িয়ে এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বর্তমান আওয়ামীলীগের সহসভাপতির দায়িত্বেও আছেন হাজি দেলোয়ার। শুধু এখানেই শেষ নয়,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি দেলোয়ার হোসেন জামায়াতের জ্বালাঁও পোড়াঁওকালে ২০১৪সালে জাতীয় সংসদের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এবং ১৯৯১সাল থেকেই সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের দায়িত্বে থেকে উপজেলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করেছেন। আর সেই প্রবীন আওয়ামীলীগনেতা ও শিল্পপতি হাজি দেলোয়ার হোসেনকে মাত্র ২০লাখ টাকার চাঁদাবাজি মামলা দিয়ে পুরো পুলিশ প্রশাসনকেই কলুষিত করলেন ওসি সদর কক্সবাজার। মানববন্ধনে বক্তারা আরো বলেন অবিলম্বে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত আধুনিক পর্যটনখাতকে বাস্তবায়ন করতে কক্সবাজার সদর থেকে ওসি গিয়াসকে অপসারণ পূর্বক তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। পাশাপাশি জনৈক বিএনপি নেতা নুরুল আলমের বিরুদ্ধে আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার বিরোধী অপচেষ্টা রুখে দেয়া হোক।

মন্তব্য করুন

Your email address will not be published.