আয়ুব মেম্বারকে আয়ুব জমিদার না লেখার নির্দেশ ইউএনও সাতকানিয়ার

নিজস্ব প্রতিবেদক: এবার চট্টগ্রামের সাতকানিয়ার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব নির্বাচনী তালিকায় মো. আইয়ুব নামে থাকলেও বর্তমানে নামের পাশে জমিদার লেখার তথ্য পাওয়া গেছে। আর এই তথ্যের আলোকে সাতকানিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা গনমাধ্যমকে বলেন, হ্যা, আমি তাকে নির্বাচনি নাম দিয়ে কার্যক্রম চালাতে ইতিমধ্যে বলে দিয়েছি। তিনি আরো বলেন, কেউ নাম পরিবর্তন করতে চাইলে তিনি কোর্ট থেকে এফিডেভিট করে নাম পরিবর্তন করতে পারবেন। নির্বাচন কমিশনের তথ্যানুসারে ২০১৬ সালে অনুষ্ঠিত সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আইয়ুব ৪নং ওয়ার্ড থেকে সদস্যপদে নির্বাচন করে বিজয়ী হন। তবে তৎকালীন নির্বাচনী তথ্যে তার নাম দেখা যায় মো. আইয়ুব। কিন্তু বর্তমানে তার নাম লিখতে দেখা যায় মো. আইয়ুব জমিদার নামে। বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায় তার ব্যবহৃত ইউনিয়ন পরিষদের সিল থেকে। তাছাড়াও বিভিন্ন জায়গায় তার হস্তলিখিত নথিপত্র থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়। স্থানীয় একজন বলেন, মো. আইয়ুব থেকে আইয়ুব জমিদার বনে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ তিনি ইউপি সদস্য হওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতি করেছেন তিনি। যে পরিমাণ দুর্নীতি তিনি করেছেন তাতে জমিদার বনে যাওয়াটাই স্বভাবিক। মোবাইল নম্বর বন্ধ থাকায় ওই ইউপি সদস্য মো. আইয়ু্বের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, ইতিপূর্বেও ইউপি সদস্য আইয়ুবের বিরুদ্ধে সরকারি বরাদ্ধকৃত ঘর স্বজনকে পাইয়ে দেয়া ও বিদ্যুতের সংযোগের বিনিময়ে টাকা নেয়াসহ কয়েকটি শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.