চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১।

মঙ্গলবার ( ১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ুম চৌধুরী।

তিনি বলেন, ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে এবারের মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি আর্থিক ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ মোট ৭১টি স্টল থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় দুই ধরনের টিকিট থাকছে৷ সিঙ্গেল টিকিটের দাম ৫০ ও মাল্টিপল টিকিটের দাম ১০০ টাকা। ১০০ টাকায় টিকিট কেটে চার বার মেলায় প্রবেশ করা যাবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ুম চৌধুরী বলেন, নীতিনির্ধারণী কিছু সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই সংকটময় অবস্থা থেকে ধীরে ধীরে এ খাত বেরিয়ে আসছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার সরকারি চাকরিজীবীদের জন্য ভর্তুকি দিয়ে ৫ শতাংশ সুদে গৃহঋণ চালু করার পর এই খাত স্থবিরতা অনেকটা কেটে গেছে।

সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব জালাল তানবীর বলেন, রডের দাম যে হারে বাড়ছে তাতে অনেকেই মাঝপথে প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। রডের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারে নজরদারি বাড়াতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.