আনোয়ারায় নদীতে গোসল করতে নেমে সেনা সদস্য নিখোঁজ

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর শীতকালীন মহড়ার প্রশিক্ষণার্থী আসিফুল (২০) এক সেনা সদস্য শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকালে তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সেনা সদস্য আসিফুল চট্টগ্রামের হালিশহর এলাকায়। সে বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছেন। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্বার কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজিজ বলেন, বিকেল পাঁচটার দিকে তৈলারদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালীন জেলে পাড়ায় নদীর পাড়ে দুইজন সেনা সদস্য আসেন। একজন প্রশিক্ষণের পোশাকসহ গোসল করতে নামেন। সে সাঁতার কেটে একটু দূরে চলে যায়। পরে সেখান থেকে সাঁতরে অর্ধেক এসে আর আসতে পারেননি। পরে তিনি যখন তলিয়ে যেতে থাকে তখন চিৎকার করতে থাকে। এসময় উপরে থাকা সেনাসদস্যও পানিতে ঝাঁপ দেন। কিন্তুু তিনি ডুবন্ত সেনাসদস্যকে টেনে তুলতে পারেননি।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈকত জানান, সেনাবাহিনীর শীতকালীন মহড়ার প্রশিক্ষণার্থী এক সেনা সদস্য নিখোঁজের ঘটনা জানার পর ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.