বঙ্গবন্ধু পাগল জালালাবাদে অসুস্থ শেখ ছৈয়দ আলমকে জীবনের শেষ মুর্হুতেও দেখার কেউ নেই

ভালো নেই বঙ্গবন্ধু পাগল কক্সবাজারের নব ঘোষিত ঈদগাঁও উপ জেলার জালালাবাদের শেখ ছৈয়দ আলম। ৮০ বছর বয়সী বঙ্গবন্ধু প্রেমী এই শেখ ভাই অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় দিনতিপাত করছেন ইউনিয়নের ছাতিপাড়া গ্রামে। ৩ ছেলে ও ৫ কন্যা সন্তানের জনক শেখ ছৈয়দ আলমের নিজের ভিটে ছাড়া নেই কোন জায়গা জমি। পিতার রেখে যাওয়া পুরানো বাঁশের বেড়া টিনের ছাউনির ভাঙ্গা ঘরের এক কোণে কোন রকমে দিনাতিপাত করে যাচ্ছেন এই বয়োবৃদ্বা। তিনি বঙ্গবন্ধু,দেশ ও নিজের দল আওয়ামীলীগ কে ভালবেসে কাটালেন সারা জীবন। এলাকায় তিনি বঙ্গবন্ধু পাগল,শেখ সাব নামে সবার কাছে পরিচিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঘরহীন মানুষ কে ঘর তৈরি করে দেওয়ার। একেবারেই শেষ বয়সে এসেও আওয়ামীলীগের উপহার হিসেবে একটি ঘরও তাঁর কপালে জুটেনি। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হলেও অবহেলিত রয়ে গেলাম। তিনি সবসময় তাঁর পরম শ্রদ্ধেয় নেতা বঙ্গবন্ধুর কন্যা,দল আওয়ামীলীগের মঙ্গল কামনা করে চলেছেন। জীবনে শেষ মুর্হুতে এসেও বঙ্গবন্ধু পাগল শেখ ছৈয়দ আলম কোন রকম মানবেতর জীবন যাপন করে চলেছেন। তাঁর শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। অধিকাংশ সময় তাঁকে কাটাতে হয় হাসপাতালের বিছানায়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,একসময়ের রাজপথ কাপাঁনো,বঙ্গবন্ধু পাগল ছৈয়দ আলমকে কেউ মনে রাখেননি। এমনকি দলের যেকোন কর্মসূচীতে তিনি সবার আগে উপস্থিত হতেন বৃদ্ব বয়সেও। তবে দুঃসহ জীবনযাপনের মাঝেও অসুস্থ শেখ ছৈয়দ আলম এখনো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেন। মানুষজন কাছে পেলেই তিনি শুনান বঙ্গবন্ধুর সে সময়ের গল্প, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শের কথা। তাঁর বড় ছেলের মতে, পিতা বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করার পরেও কেন মুক্তিযোদ্ধা তালিকায় পিতার নাম এতদিন অর্ন্তভুক্ত হয়নি ? সেবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জালালাবাদ ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন প্রতিবেদককে জানান- বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক শেখ ছৈয়দ আলম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নুয়ে পড়েন। তার এ কঠিন সময়ে ক্ষমতাসীন দল আ,লীগ এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার লক্ষে সহযোগিতা একান্ত কাম্য বলে মনে করেন তিনি। অসুস্থ এ বঙ্গবন্ধুপ্রেমীর মতে, বর্তমানে অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছেনা। শেষ বয়সেও মাথা গুজার ঠাই হিসেবে একটি ঘর নির্মাণ ও উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। অসুস্থ ছৈয়দ আলমের ভাইপূত্র মাসুদ জানান,চাচার কঠিন দু:সময়ে পাশে নেই দলের কেউ। এটি অমানবিক। তাঁর চিকিৎসার লক্ষ্যে সহ যোগিতাও কামনা করেন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.