সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ১২ জনুয়ারী রাত অনুমান ১১:১৯ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ধর্মপুর ইউপিস্থ চান্দের পাড়ায় জনৈক শহিদুল ইসলাম বাবু এর বাড়ীতে হামলার ঘটনায় জড়িত আসামী ১। নুরুল আলম (৫৭), পিতা-মৃত চুন্নু মিয়া, ২। মোঃ সাকিব (২০), পিতা-নুরুল আলম, উভয়সাং-ধর্মপুর ৫নং ওয়ার্ড, চান্দের পাড়া, ৩। আবদুল্ল্যাহ (৪৮), পিতা-পুতুন আলী, সাং-ধর্মপুর ৩নং ওয়ার্ড মহুরী পাড়া, ৪। মোঃ ফারুক (৩৫), পিতা-ইয়ার আলী, সাং-ধর্মপুর চাঁন্দের পাড়া, সর্বথানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদেরকে গ্র্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।