সাতকানিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, বায়ান্নর আগে থেকে ভাষা আন্দোলন দানা বাঁধতে থাকে। বায়ান্নতে তা চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। তারই ধারাবাহিকতায় ছয় দফা, গণঅভ্যুত্থ্যান ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন। ভাষার জন্য জীবন উৎসর্গ করার কারণেই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনের ৭০ বছর অতিক্রম হলেও এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ভাষা শহিদদের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে আমাদেরকে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।আমাদের সন্তানদের আগে বাংলা ভাষা, পরে ভিন্ন ভাষা শিখাতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুন নবী খোকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ এনামুল হক প্রমুখ। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উলক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনতিভাবে উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনির আয়োজন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.