হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযান ১৯ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধিঃ

বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার ৯ এপ্রিল বিকেল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহিদুল আলম বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চলমান রয়েছে। আজ সরকারহাট বাজারে বিভিন্ন বিক্রেতাকে মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার আইনের বেশ কয়েকটি ধারায় মোট উনিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিক্রেতাগণকে সতর্ক করা হয়। জনকল্যাণে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন সুমন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.