লোহাগাড়ায় নাশকতাসহ পুলিশ হত্যা মামলার আসামী পুরস্কার পেলো মৎসজীবি লীগের পদ!

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতাসহ পুলিশ হত্যা মামলার আসামী পুরস্কার পেলো মৎসজীবি লীগের পদ! লোহাগাড়া সদর ইউনিয়নে আওয়ামী মৎসজীবি লীগের কমিটি হাতিয়ে নিলেন আন্তঃজেলার শীর্ষস্থানীয় জামায়াত ক্যাডার একাধিক হত্যাও অস্ত্র মামলার অন্যতম আসামীও লোহাগাড়ার রাজঘাটার পুলিশ হত্যা মামলার অন্যতম হোতা আব্দুল আজিজ প্রকাশ কিরিচ আজিজ। শীর্ষস্থানীয় জামায়াত ক্যাডার ও জামায়াতের কিলিং মিশনের অন্যতম কমান্ডার কিরিচ আজিজকে সভাপতি হিসেবে অনুমোদন দিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি বশির আহমদ কোম্পানী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রাসু। অনুসন্ধানে জানা গেছে, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোটা অংকের টাকার বিনিময়ে হত্যাও অস্ত্র মামলাসহ মোট ২৩টি মামলার আসামী আব্দুল আজিজ ওরফে কিরিচ আজিজকে লোহাগাড়ার গুরুত্বপূর্ণ ইউনিয়ন সদরে সভাপতি হিসেবে অনুমোদন দেন। অথচ!লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎসজীবি লীগেরও কোন বৈধতা নেই এখন কমিটি করার, কারণ তাদের কমিটিও এখন মেয়াদোত্তীর্ণ। এদিকে মেয়াদোত্তীর্ণ উপজেলা আওয়ামী মৎসজীবি লীগের দেয়া অনুমোদিত কমিটির সভাপতি পদ ভাগিয়ে নিলেন যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বন্ধ করে দেয়া সেই-সময়কার আমলের কিরিচ আজিজ! এই ইউনিয়ন কমিটি ঘোষিত হওয়ার পর থেকে চলছে গোটা লোহাগাড়ায় আওয়ামী লীগের ঘরে বাইরে সমালোচনার ঝড়। এই প্রসঙ্গে উপজেলা মৎসজীবি লীগের ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ কোম্পানী বলেন-আসলে কমিটি কখন দেয়া হয়েছে আমি জানিনা সব জানে সেক্রেটারি সাহেব,আসলে বিতর্কিত মানুষ কেন সভাপতি হলো সেটাও জানবে সেক্রেটারি সাহেব। আজকের তারাবীর নামাজের পরের ভেতর আমি সেক্রেটারির সাথে বসে একটা ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

Your email address will not be published.