চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় জামিন লাভ করেছেন ব্যবসায়ী আব্দুল মালেক।
সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবুনগরের এলাকার মো:পেঠানের ছেলে রেয়াজুদদীন বাজার বণিক সমিতির সদস্য আব্দুল মালেক।
আব্দুল মালেকের বিরুদ্ধে চট্টগ্রাম সংবাদে গত ১৩তারিখে চট্টগ্রাম সংবাদে একটি মিথ্যা সংবাদ ছাপা হয় মর্মে তিনি আজ শুক্রবার প্রকাশিত সংবাদের একটি প্রতিবাদ পাঠিয়েছেন, প্রতিবাদে তিনি বলেন,গত ১৩ই এপ্রিল (শনিবার) মাগরীবের সময় সাতকানিয়া উপজেলার মাদার্শার বাবুনগর এলাকায় একটি ঘটনা ঘটে।
ওই ঘটনায় জামায়াত শিবিরের সাবেক ক্যাডার বর্তমান এলডিপি নেতা মহিউদ্দিন সাদেক আমাকে জড়িয়ে বিভিন্ন অশালীন ভাষা ব্যবহার করেছেন যা আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার যথেষ্ট সম্মান ক্ষুন্ন করেছেন।
আমি গত ১৩তারিখে প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।