অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় নগরের মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই অভিযানে কাতালগঞ্জ হাটহাজারী সড়কে নির্মাণসামগ্রী রাখার দায়ে ফিনলে এনএস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানার অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।