চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

রবিবার (২৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা অসামাজিক কাজে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.